ফুটবল
আরও চার বছর টটেনহামে থাকছেন সন হিয়ুং-মিন
টটেনহামের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন সন হিয়ুং-মিন। ২০২৫ পর্যন্ত স্পার্সদের জার্সিতে দেখা যাবে দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ডকে।
জার্মান ক্লাব বেয়ার লেভারকুজেন ছেড়ে সং মিন টটেনহামে যোগ দেন ২০১৫ সালে। স্পার্সদের হয়ে এই ছয় বছরে ২৮০ ম্যাচে ১০৭ গোল করেছেন ২৯ বছর বয়সী তারকা।
টটেনহামের সঙ্গে চার বছরের চুক্তি বাড়ানোর পর সং মিন বলেন, ‘কোনো সিদ্ধান্ত ছিল না। সহজেই চুক্তি বাড়ালাম। এখানে আমি খুবই সুখে আছি এবং সমর্থকদের আবার দেখতে পাব, তার জন্য আনন্দিত।’
সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ২৩ জুলাই