বরিশাল বিভাগে আরও ২০ জনের মৃত্যু
বরিশাল, ২৩ জুলাই – বরিশাল বিভাগে হঠাৎ করে আবার করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে ২০ জন মারা গেছেন। এর আগে গত ১২ জুলাই উপসর্গসহ একদিনে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছিল।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে নতুন করে করেনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৮৩ জন। এ হিসেবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হার ৪০ দশমিক ৬৭ শতাংশ বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় মোট ৪৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। ১৮৩ জনের পজিটিভ পাওয়া গেছে।
এছাড়া পজিটিভ শনাক্ত হয়ে মারা গেছেন সাতজন। এরমধ্যে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠিতে দুইজন করে এবং পটুয়াখালীতে একজন।
শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় শেবাচিম) হাসপাতালের করোনা সংক্রান্ত তথ্য সরবরাহকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, এ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।
তিনি আরও জানান, হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জন পজিটিভ শনাক্ত হন। এ হিসেবে এখানে শনাক্ত হার ৫২ দশমিক ৬৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বিভাগের ছয় জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হার বরিশাল ও ভোলা জেলাতে। বরিশালে ২৩১ জনের নমুনা পরীক্ষায় ১০৯ জন শনাক্ত হন। জেলায় শনাক্ত হার ৪৭ দশমিক ১৯ শতাংশ। প্রায় একই ভোলা জেলাতেও; ৪৭ দশমিক ১২ শতাংশ।
সূত্র : সমকাল
এন এইচ, ২৩ জুলাই