নাটক

লকডাউনে বন্ধ থাকবে টিভি নাটকের শুটিং

ঢাকা, ২৩ জুলাই – চলমান লকডাউনে টেলিভিশন নাটকের সব ধরণের শুটিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে টেলিভিশন শিল্পী-কলাকুশলীদের বিভিন্ন সংগঠনের জোট ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে এক বিবৃতিতে এ তথ‌্য জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে জানানো হয়েছে, এফটিপিও-ভূক্ত সকল সংগঠনের অবগতির জন‌্য জানানো যাচ্ছে যে, করোনা সংক্রমণের উর্ধ্বগতির কারণে সরকার ঘোষিত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সকল প্রকার শুটিং বন্ধ থাকবে।

ঈদুল আজহার আগে বিশেষ বিবেচনায় নাটকের শুটিংয়ের অনুমতি মিললেও আপাতত আর তা হচ্ছে না। বিষয়টি উল্লেখ করে জানানো হয়েছে, গত ১-১৪ জুলাই পর্যন্ত কঠোর লকডাউনে আমাদের জীবন-জীবিকা সচল রাখার জন‌্য, বিশেষ করে ঈদ অনুষ্ঠান নির্মাণ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন‌্য এফটিপিও কর্তৃপক্ষ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিশেষ বিবেচনায় শুটিং কার্যক্রম অব‌্যহত রাখার অনুমতি প্রাপ্ত হয়। ঈদের অনুষ্ঠান নির্মাণ কার্যক্রম সম্পন্ন হয়েছে, আপাতত আর কোনো কাজের অনুমতি পাওয়া সম্ভব হচ্ছে না।

ফেডারেশনের গৃহীত সিদ্ধান্ত মেনে সংশ্লিষ্ট সকলকে বাসায় অবস্থানের আহ্বান জানিয়েছে এফটিপিও কর্তৃপক্ষ।

এন এইচ, ২৩ জুলাই

Back to top button