ঝিনাইদহ

ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ২ জনের, আক্রান্ত ৭৩

ঝিনাইদহ, ২৩ জুলাই- ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ৭৩জন।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ১৯৭ টি নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ৭৩জনের ফলাফল পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৩৭ দশমিক ০৫ ভাগ। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬হাজার ৮শত ২৩জন এবং এপর্যন্ত সুস্থ হয়েছেন ৪হাজার ৬জন। সুস্থতার সংখ্যা বাড়েনি। ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১জন ও  উপসর্গ নিয়ে ১জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে করোনা ওয়ার্ডে ৬০জন ও আইসোলেশনসহ চিকিৎসাধীন রয়েছেন ৮৭ জন।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই

Back to top button