দক্ষিণ এশিয়া

আফগানিস্তানের ৯০ শতাংশ সীমান্ত তালেবানের দখলে

কাবুল, ২৩ জুলাই – আফগানিস্তানের আন্তর্জাতিক সীমান্তের ৯০ শতাংশ তালেবানের দখলে বলে এক মুখপাত্র দাবি করেছেন। জাবিহুল্লাহ মুজাহিদ রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে বৃহস্পতিবার এই দাবির কথা জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

জাবিহুল্লাহ বলেন, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও ইরানের সীমান্ত বা প্রায় ৯০ শতাংশ সীমান্ত এখন আমাদের দখলে।

তালেবান মুখপাত্রের এই দাবি এএফপি’র পক্ষ থেকে স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আফগানিস্তান থেকে মার্কিন, ন্যাটো ও বিদেশি সেনা প্রত্যাহার প্রায় সম্পূর্ণ হওয়ার পথে রয়েছে। অল্প কিছু মার্কিন ও বিদেশি সেনা অবস্থান করছে। ৩১ আগস্ট সেনা প্রত্যাহার শেষ হবে। এই সুযোগে তালেবানরা আফগানিস্তানের সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে, বিভিন্ন এলাকা ও সীমান্ত ক্রসিং দখল করছে। এছাড়া বিভিন্ন শহরও ঘিরে রাখার খবর পাওয়া গেছে।

এএফপি’র খবরে বলা হয়েছে, তালেবান এখন আফগানিস্তানের প্রায় ৪০০টি জেলার প্রায় অর্ধেক দখল নিয়েছে।

সাবেক সোভিয়েত দেশ তাজিকিস্তান সম্প্রতি সীমান্তে বড় ধরনের সেনা মোতায়েন করেছেন। দেশটির ৩০ বছরের ইতিহাসে এমনটি প্রথম ঘটলো।

গত কয়েক সপ্তাহের তালেবান অভিযানের মুখে আফগান শরণার্থী ও সেনারা তাজিক সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশ করছে।

মধ্য এশিয়ার দেশটিতে রাশিয়ার একটি সামরিক ঘাঁটি রয়েছে। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, আগামী মাসে তাজিকিস্তান ও উজবেকিস্তানকে নিয়ে আফগান সীমান্তের কাছে সামরিক মহড়া আয়োজন করা হবে।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/২৩ জুলাই ২০২১

Back to top button