মধ্যপ্রাচ্য

পেগাসাসের বিষয়ে তদন্ত কমিশন করেছে ইসরায়েল

জেরুজালেম, ২৩ জুলাই – পেগাসাস স্পাইওয়্যারের বিরুদ্ধে সমগ্র বিশ্বে গোপন নজরদারি চালানোর অভিযোগ তদন্ত করতে ইসরাইল কমিশন গঠন করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

বৃহস্পতিবার ইসরাইলের পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স ও ডিফেন্স কমিটির প্রধান এই ঘোষণা দেন।

ফাঁস হওয়া একটি তথ্যে ৫০ হাজার ফোন নাম্বারের একটি তালিকা পাওয়া গিয়েছে। এই তালিকায় বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোন নাম্বার রয়েছে। ধারণা করা হচ্ছে, এই নাম্বারগুলোতে নজরদারি চালানো হয়েছে।

ইসরাইলের আইনপ্রণেতা র‌্যাম বেন বারাক যিনি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান। তিনি বলেন, অভিযোগ তদন্ত করে দেখার জন্য একটি রিভিউ কমিশন গঠন করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার পর আমরা দেখব কোনো সংশোধনের প্রয়োজন আছে কিনা?

এদিকে এনএসও এর প্রতিষ্ঠাতা ও সিইও শালেভ হুলিও আর্মি রেডিওকে বলেছেন, ঘটনার তদন্ত হলে তারা খুশি হবেন। তাহলে বিষয়টি পরিষ্কার হবে। এনএসও এর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে ইসরাইলের পুরো সাইবার ইন্ডাস্ট্রির গায়ে কলঙ্ক লাগানো।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৩ জুলাই ২০২১

Back to top button