কুষ্টিয়া

কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গে ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৫৭

কুষ্টিয়া, ২৩ জুলাই- কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জনের করোনা পজিটিভ এবং ছয় জনের করোনার উপসর্গ ছিল বলে জানান হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম।

মেজবাউল আলম জানান, বর্তমানে হাসপাতালে ১৭৯ জন করোনায় আক্রান্ত রোগী এবং ৫৭ জনের উপসর্গসহ মোট ২৩৬ জন ভর্তি রয়েছে।

এদিকে, পিসিআর ল্যাব এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ২০ শতাংশ।

এদিকে, আজ শুক্রবার ভোর থেকে শুরু হওয়া বিধিনিষেধ কুষ্টিয়াতে ঢিলেঢালাভাবে চলছে।

সূত্রঃ এনটিভি

আর আই

Back to top button