রাজশাহী সীমান্ত থেকে চার জেলেকে ধরে নিয়ে নির্যাতন করল বিএসএফ
রাজশাহী, ২২ অক্টোবর- রাজশাহী সীমান্ত থেকে চার জেলেকে ধরে নিয়ে গিয়ে নির্যাতনের পর ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় জেলেদের দুটি নৌকা নিয়ে গেছে তারা। নির্যাতনের শিকার জেলেদের বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নির্যাতিত জেলেরা হলেন- রাজশাহীর পবা উপজেলার গহমাবোনা গ্রামের মৃত জকিমুদ্দিনের ছেলে মো. আলম, আলমের ছেলে আনোয়ার হোসেন, সাইদুর রহমানের ছেলে সিফাত এবং কসবা গ্রামের জিল্লুর রহমানের ছেলে সোনারুল ইসলাম।
পবার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল বিষয়টি নিশ্চিত করে জানান, মাছ ধরার সময় বুধবার ভোরে পদ্মা নদী থেকে এই চার জেলেকে তিনটি নৌকাসহ ধরে নিয়ে যায় বিএসএফ।
সীমান্ত এলাকায় মাছ ধরার কারণে তাদের ব্যাপক নির্যাতন করা হয়। এই চার জেলের শরীরের বিভিন্ন অংশে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতনের পর বুধবার সন্ধ্যার দিকে বিএসএফ তাদের ছেড়ে দেয়।
আরও পড়ুন: হাত-পা ভেঙে জমি দখল, রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা
এরপর তারা বাড়ি ফিরে এলে রাতেই তাদের নেয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
বিএসএফ এই চার জেলেকে ছেড়ে দিলেও তাদের দুটি নৌকা দেয়নি বলেও জানান চেয়ারম্যান।
তিনি বলেন, মোট তিনটি নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এর মধ্যে একটি নৌকায় করে জেলেদের পাঠিয়ে দেয়া হয়েছে। কিন্তু ভালো দুটি নৌকা বিএসএফ দেয়নি।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ চার জেলেকে ধরে নিয়ে গিয়ে নির্যাতনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এরই মধ্যে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। বৃহস্পতিবার যে কোনো সময় বিএসএফের সঙ্গে তাদের এ বিষয়ে পতাকা বৈঠকের চেষ্টা করা হয়েছিল। তবে তারা এদিন বৈঠকে আসতে পারেননি। শুক্রবার যেকোনো সময় এ বৈঠক হতে পারে।
সূত্র : দেশ রূপান্তর
এম এন / ২২ অক্টোবর