পশ্চিমবঙ্গ

‘পেগাসাস’ কেলেঙ্কারিকে ‘সুপার ইমার্জেন্সি’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২২ জুলাই – ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে আড়ি পাতার বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘পেগাসাস’ ওয়াটার গেট কেলেঙ্কারির চেয়েও বড় কেলেঙ্কারি।’’ কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে এ ঘটনাকে ‘ইমার্জেন্সির চেয়েও ‘সুপার ইমার্জেন্সি’ বলেও মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন তিনি। মমতা তিনি বলেন, ‘এসব হিটলারি কায়দা দিয়ে ভয় দেখিয়ে, কতদিন মানুষকে ভয় দেখিয়ে রাখবে? আজকে মিডিয়া ভীতসন্ত্রস্ত! বিচারবিভাগকে কবজা করেছে, রাজনৈতিক দলের নেতাদের কথা বলতে দেওয়া হয় না। কাউকে কথা বলতে দেওয়া হয় না!’

তিনি আরও বলেন, ‘নিজেদের অফিসারদেরও ভারত সরকার বিশ্বাস করে না। মন্ত্রীদেরও বিশ্বাস করে না। সাংবাদিকদের অনেক ফোন ট্যাপিং হয়েছে। আমি মনে করি সিভিক সোসাইটি থেকে শুরু করে কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে কালচারাল সমাজ থেকে শুরু করে, সভ্য সমাজ থেকে শুরু করে সবাইকে সোচ্চার হওয়া উচিত।’

সূত্র: বিডি-প্রতিদিন
এম ইউ/২২ জুলাই ২০২১

Back to top button