জনগণের মন জয় করে আমরা সরকার গঠন করেছি : শিল্পমন্ত্রী
নরসিংদী, ২২ জুলাই – শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের পাশে থেকে এবং তাদের মন জয় করে আমরা সরকার গঠন করেছি। এজন্য সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি।
আজ বৃহস্পতিবার সকালে মনোহরদী পল্লী সঞ্চয় ব্যাংকের সম্প্রসারিত নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম কাসেম।
মন্ত্রী বলেন, গ্রামের ক্ষুদ্র আয়ের লোকজন যাতে ঋণগ্রস্ত না হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পল্লী সঞ্চয় ব্যাংক গঠন করেছেন। অল্প সময়ে এই ব্যাংক ক্ষুদ্র আয়ের মানুষের আস্থা অর্জন করতে পেরেছে।
শিল্পমন্ত্রী বলেন, শেখ হাসিনার দূরদর্শিতার কারণে করোনার ভ্যাকসিন বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে গেছে। যার ফলে দেশে একযোগে টিকাদান শুরু হয়েছে।
দল এবং সরকারের সাথে সমন্বয় করে কভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত জনগণের পাশে থাকতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, আফরোজা সুলতানা রুবী, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের মনোহরদী শাখা ব্যাবস্থাপক তাওহীদুল ইসলাম। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ২২ জুলাই