সিলেট

এসআই আকবরের ছোট ভাই পুলিশ হেফাজতে

সিলেট, ২২ অক্টোবর- পুলিশ কর্মকর্তা হওয়ায় নিজেকে আড়ালে রাখার সব কৌশল জানা এসআই আকবরের। সিলেটের পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার প্রধান অভিযুক্ত আকবর ১১ দিনেও ধরাছোঁয়ার বাইরে। নিহত রায়হানের পরিবার দুষছেন, তাকে ধরতে পুলিশের সদিচ্ছার অভাবকেই। যদিও পিবিআই বলছে, তাকে ধরতে সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছেন তারা। এদিনে, রায়হানের খোঁজ জানতে, তার ভাইকে ধরে নিয়ে গেছে র‌্যাব।

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু হওয়ার পর কেটে গেছে ১১ দিন। এখনো ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর। সিলেটে গুঞ্জন-সে সামীন্ত পাড়ি দিয়েছে, আবার কেউ বলছে-পুলিশের হাতে আছেই আকবর।

কৌশলী আকবরের অবস্থান যখন কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছে না ঠিক তখন তার অবস্থান জানতে তার ছোট ভাইকে হেফাজতে নিয়েছে র‌্যাব। বুধবার (২২ অক্টোবর) রাতে তাকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাসা থেকে র‌্যাব নিয়ে গেছে।

নিহত রায়হানের পরিবার প্রশ্ন তুলেছেন, তাকে ধরতে পুলিশ প্রশাসনের সদিচ্ছা নিয়েছে। বরখাস্ত হওয়া ব্যক্তিকে নজরদারিতে কেনো রাখা হলোনা তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

সিলেট পিবিআই বলছে, তাকে ধরতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা।

আরও পড়ুন:  এসআই আকবরকে পালাতে সহায়তা করায় এসআই হাসান বরখাস্ত

তদন্তে যার নাম আসবে আমরা তাকেই গ্রেফতার করব। পলাতক থাকলে ধরব। কিন্তু কার গাফিলতিতে পালিয়েছে তা জানতে হবে।

এদিকে, আকবরকে পালাতে সহায়তার অভিযোগে এক এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১১ অক্টোবর ভোরে পুলিশি নির্যাতনে মৃত্যু হয় রায়হানের। এ মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

সূত্র : সময়টিভি

আর/০৮:১৪/২২ অক্টোবর

Back to top button