বগুড়ায় একদিনে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
বগুড়া, ২২ জুলাই- বগুড়ায় করোনা এবং করোনা উপসর্গ নিয়ে গেল ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৩ জন এবং উপসর্গে ৭ জন মারা গেছেন।
বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় জেলায় শজিমেকের পিসিআর ল্যাবে ৯৪ নমুনায় নতুন করে আরও ৩৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।
তিনি জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৬২৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ১০৪ জন এবং ৫২৬ জন মারা গেছেন। এছাড়া জেলায় ২ হাজার ৪ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।
সূত্রঃ আরটিভি
আর আই