ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬, শনাক্ত ২৭
ঠাকুরগাঁও, ২২ জুলাই- ঠাকুরগাঁওয়ে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ১৪৬ জনে দাঁড়াল। এছাড়া নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ২৭ জন। এনিয়ে এখন পর্যন্ত ৫ হাজার ৩১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য জানান।
সিভিল সার্জন বলেন, গেল ২৪ ঘণ্টায় জেলায় ৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে।
সূত্রঃ আরটিভি
আর আই