উত্তর আমেরিকা

উড্ডয়নরত বিমানেই মৃত্যু হয়েছে করোনা রোগীর

ওয়াশিংটন, ২২ অক্টোবর- ভ্রমণের সময় উড্ডয়নরত বিমানের মধ্যেই মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারীর; যিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

গত জুলাইয়ে লাস ভেগাস থেকে ডলাসে যাওয়ার পথে স্প্রিট এয়ালাইন্সে তার মৃত্যু হয় বলে সম্প্রতি জানিয়েছে কর্তৃপক্ষ।

ওয়াশিংটন পোস্ট বলছে, ২৪ জুলাই সন্ধ্যায় লাস ভেগাস থেকে ডলাস-ফোর্টওর্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি। পথে অসুস্থ বোধ করেন ওই নারী। তাকে নিউ মেক্সিকোর আলবুকার্কে নেওয়া হয়।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩

আলবুকার্ক ইন্টারন্যাশনাল সানপোর্টের মুখপাত্র স্টিফিফ্যানি কিটস জানান, বিমানেই তার মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, ফ্লাইট থেকে পাওয়া তথ্যে জানা গেছে- বিমানের মধ্যে আকাশে থাকা অবস্থাতেই ৩৮ বছর বয়সী ওই নারী অচেতন হয়ে পড়েন, তার নিশ্বাসও বন্ধ হয়ে যায়।

ডলাস কাউন্টির জাজেস অফিস জানায়, ওই নারীর শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। তার মৃত্যু করোনার সংক্রমণে হয়েছে বলেই নিশ্চিত হওয়া গেছে।

সূত্র : সমকাল

আর/০৮:১৪/২২ অক্টোবর

Back to top button