জাতীয়

রোহিঙ্গা শরণার্থীকে সহায়তায় ৪৭.৫ মিলিয়ন পাউন্ড দিয়েছে যুক্তরাজ্য

ঢাকা, ২২ অক্টোবর- রোহিঙ্গা শরণার্থীকে সহায়তার জন্য এবং বাংলাদেশকে করোনভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা হিসেবে ৪৭.৫ মিলিয়ন পাউন্ড নতুন সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এক ঘোষণায় এ সহায়তার কথা জানান।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করেই শ্যামলীর সঙ্গে রেলের চুক্তি

ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে। এই অতিরিক্ত সহায়তা ইউকে, মার্কিন, ইইউ এবং ইউএনসিএইচআর-এর যৌথ উদ্যোগে গৃহীত একটি ফান্ড গঠনের পরিপেক্ষিতে দেওয়া হয়েছে।ডমিনিক রাব বিশ্বকে ‘‘রোহিঙ্গাদের দুর্দশা থেকে দূরে সরে না থাকার’’ আহ্বান জানিয়েছেন।

সূত্র : বার্তা২৪

আর/০৮:১৪/২২ অক্টোবর

Back to top button