হেফাজত নেতা আসাদ গ্রেপ্তার
চট্টগ্রাম, ২২ জুলাই – চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে আসাদুল্লাহ ওরফে আসাদ (৩০) নামে হেফাজতে ইসলামের এক নেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে থানার ফটিকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসাদুল্লাহ আসাদ হাটহাজারী থানার মুন্সির বাড়ির ইউনুছ খলিফার ছেলে এবং তিনি পৌর হেফাজতের সাংগঠনিক সম্পাদক।
র্যাব জানায়, আসাদ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন হাটহাজারীতে সৃষ্ট সহিংসতার অন্যতম হোতা। তার বিরুদ্ধে হাটহাজারী থানায় একটি বিশেষ ক্ষমতা আইনের এবং দুটি অন্যান্য ধারায় মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ (বুধবার) সকালে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. রাকিবুল ইসলাম বলেন, ‘গ্রেফতার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।’
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২২ জুলাই