আবারও ইংল্যান্ড দলে ফিরলেন রবিনসন
লন্ডন, ২১ জুলাই – গত জুনে নিউ জিল্যান্ড সিরিজ চলাকালে পুরোনো বিতর্কিত টুইটে অভিষেক মাটি হয়ে গিয়েছিল ওলি রবিনসনের। মাসখানেকের জন্য নিষিদ্ধও করা হয় থাকে। এই দুঃসময় পেছনে ফেলে আবারও ইংল্যান্ড দলে ফিরলেন ডানহাতি পেসার। আগামী ৪ আগস্ট ট্রেন্ট ব্রিজে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের দলে তাকে রাখা হয়েছে। ৮-৯ বছর আগের বর্ণবাদী ও লিঙ্গ বৈষম্যমূলক টুইটারের কারণে এক ম্যাচ খেলেই নিষিদ্ধ হন রবিনসন।
ক্রিস সিলভারউডের ঘোষিত ১৭ জনের এই দলে ফিরেছেন নিউ জিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকা জনি বেয়ারস্টো, জস বাটলার ও স্যাম কারান। আইপিএল স্থগিতের পর দেশে ফিরে ওই সিরিজ খেলা হয়নি তাদের।
করোনার থাবায় পুরো দল আইসোলেশনে চলে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়া বেন স্টোকসকেও যুক্ত করা হয়েছে এই দলে। এপ্রিলে আঙুল ভেঙে যাওয়ায় মাঠের বাইরে ছিলেন তিনি। চোট নিয়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা জোফরা আর্চার ও ক্রিস ওকস এখনও ফিট নয়। সিরিজের শেষ দিকে তাদের পাওয়ার আশা করা হচ্ছে।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি হবে লর্ডসে, ১২ আগস্ট। পরের তিন ম্যাচ লিডস, দ্য ওভাল ও ম্যানচেস্টারে হবে ২৫ আগস্ট, ২ ও ১০ সেপ্টেম্বর।
ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, ডম সিবলি, বেন স্টোকস ও মার্ক উড।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২১ জুলাই