এশিয়া

চীনে ভয়াবহ বন্যায় মৃত্যু ১৬ জনের

বেইজিং, ২১ জুলাই – এক হাজার বছরের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে চীন। এতে ১৬ জনের মৃত্যু হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে ১০ হাজারের বেশি মানুষকে। চীনের হেনান প্রদেশের রাজধানী জিংজিউতে এ ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

টানা কয়েকদিনের বৃষ্টিপাতে এ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় কারণে তলিয়ে গেছে রাস্তা, ঘাটসহ ঘরবাড়ি। এছাড়া চীনের একটি সাবওয়ে ট্রেনে বন্যার পানি ঢুকে আটকা পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান চলছে।

খুলে দেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্র। অতিরিক্ত বৃষ্টির ফলে ভেঙে গেছে রাস্তাঘাটসহ বেশ কিছু স্থাপনা। ভয়াবহ বন্যার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে আন্তঃফ্লাইট।

হেনান প্রদেশ ৯ কোটির বেশি লোকের বসবাস। প্রদেশটিতে আরো কয়েকদিন এ বন্যা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস সতর্ক করেছে।

দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বন্যা প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। এই বন্যায় ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের জীবন এবং সম্পত্তির রক্ষায় সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রঃ আরটিভি

আর আই

Back to top button