যশোর

যশোরে করোনা ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু,শনাক্ত ১৫৭

যশোরে, ২১ জুলাই- গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় চার এবং উপসর্গে তিনজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ১৫৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বুধবার (২১ জুলাই) যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে ৯৮ ও ইয়েলো জোনে ৩৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রেড জোনে পাঁচ এবং ইয়েলো জোনে ২১ জন ভর্তি হয়েছেন।

যশোর সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি জানান, আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার, খুলনা মেডিক্যাল কলেজসহ তিন প্রতিষ্ঠানে ৬১৯টি নমুনা পরীক্ষায় ১৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৩৬ শতাংশ।

সূত্রঃ বাংলা ট্রিবিউন

আর আই

Back to top button