ঝিনাইদহ

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৬

ঝিনাইদহ, ২১ জুলাই-  ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে সাতজন এবং করোনার উপসর্গ নিয়ে দুই জন মারা যান। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ১৬৬ জন।

আজ বুধবার জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এই তথ্য জানান। তিনি বলেন, বুধবার সকালে ঝিনাইদহ ল্যাব থেকে ৪০৫টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ১৬৬ জনের ফলাফল পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৪০ দশমিক ৯৮ ভাগ।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৭৪২ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৬ জন। এদিকে ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন ও হরিনাকুন্ডুতে ১ জন এবং উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ২ জন মারা গেছেন।

আর বর্তমানে হাসপাতালে করোনা ওয়ার্ডে ৫৬ জন ও আইসোলেশনসহ চিকিৎসাধীন রয়েছেন ৮৭ জন। নতুন করে সুস্থ হয়েছেন ১৬৮ জনসহ ৪ হাজার ৬ জন। সরকারি হিসাবে এ নিয়ে করোনায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭৫ জন।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই

Back to top button