বরিশাল

বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু

বরিশাল, ২১ জুলাই- বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। এ সময় ওয়ার্ডে আইসোলেশনে আছেন ৩০২ জন রোগী।

বুধবার (২১ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ।

এছাড়া গত ২৪ ঘন্টা বিভাগের অন্য জেলাগুলো করোনায় মারা গেছেন ৫ জন। সর্বমোট মৃত্যু ৩৯৯ জন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ২১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২.৮৬ শতাংশ।

বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ২৭৪ জনের করোনা শনাক্ত। শনাক্তের হার ৩৭.৩৮ শতাংশ। সর্বমোট আক্রান্ত হয়েছে ২৭৬৬৩ জন।

সূত্রঃ আরটিভি

আর আই

Back to top button