আফ্রিকা

মালির উত্তরাঞ্চলে ফরাসি মিরেজ-২০০ জেট বিমান বিধ্বস্ত

বামাকো, ২০ জুলাই – আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে একটি ফরাসি মিরেজ-২০০ জেট বিমান বিধ্বস্ত হয়েছে।

ফান্সের সেনাবাহিনীর এক মুখপাত্র মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল প্যাসকল ইয়ানি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ফরাসি বিমানটি বিধ্বস্ত হয়েছে।

কিন্তু প্রশিক্ষণ বিমানটির দুই পাইলট প্যারাসুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করেছেন বলেও জানান তিনি।

তথ্যসূত্র: যুগান্তর
এস সি/ ২০ জুলাই

Back to top button