জাতীয়

সাংবাদিক সাইমন ড্রিংয়ের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

ঢাকা, ২০ জুলাই – মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষের অকৃত্রিম বন্ধু ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিংয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২০ জুলাই) এক শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালে সাইমন ড্রিং বাংলাদেশে গণহত্যা, মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন সংবাদ ও ঘটনা প্রবাহ বিশ্বের গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে ইতিবাচক ভূমিকা রেখেছেন। তার প্রচারিত সংবাদ মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়কে আরও ত্বরান্বিত করতে ভূমিকা রেখেছে। তার মতো এরকম একজন গুণী ব্যক্তির মৃত্যুতে বাংলাদেশ একজন শুভাকাঙ্ক্ষী ও পরীক্ষিত বন্ধুকে হারাল।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাইমন ড্রিংয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সূত্র : জাগো নিউজ
এম এউ, ২০ জুলাই

Back to top button