বিচিত্রতা

৮ পা নিয়ে ছাগলের জন্ম

বিশ্বে প্রতিনিয়ত নানা অদ্ভুত ঘটনা ঘটে, যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। বিষয়গুলো একটু অন্য রকম হওয়ায় মানুষের মধ্যেও সেগুলো কৌতূহল তৈরি করে।

সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। আট পা নিয়ে একটি ছাগলের বাচ্চার জন্ম হয়। ঘটনায় স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি নিজের চোখে দেখতে অনেকেই ভিড় জমিয়েছেন ছাগলটির মালিকের বাড়িতে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ভাইরাল হয়েছে।

জানা যায়, ছাগটির মালিক সরস্বতী মন্ডল। তার অনেকগুলো গরু ও ছাগল রয়েছে। গত ১৫ জুলাই তার একটি ছাগলের দু’টি বাচ্চা হয়। এর একটি ছিল আট পা-ওয়ালা। কিন্তু জন্মের কিছুক্ষণ পরই সেটি মারা যায়। অন্যটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে।

সরস্বতী মন্ডল বলেন, ‘এই প্রথম এরকম একটি ঘটনা দেখলাম। জন্মের পাঁচ মিনিটের মাথায় এটি মারা যায়। তবে মা ও অন্য বাচ্চা সুস্থ আছে।’

এর আগে গত এপ্রিলে ভারতের গুজরাটে প্রায় মানুষের মতো দেখতে একটি ছাগলের জন্ম হয়। এটির চারটি পা ও দু’টি কান ছাগলের মতো হলেও বাকিগুলো অঙ্গগুলো অনেকটা মানুষের মতো ছিল। এমনকি এটির লেজও ছিল না। কিন্তু জন্মের দশ মিনিট পরে এটি মারা যায়। স্থানীয়রা মাটি চাপা দেওয়ার আগে এটির পূজাও করে।

এম এউ, ২০ জুলাই

Back to top button