জাতীয়

দেশের ২৬ জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৬৪ জনের মৃত্যু

ঢাকা, ২০ জুলাই- গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনাসহ ২৬ জেলায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহীতে করোনা ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৮, নাটোরের ৫, পাবনার ৩, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের ২ জন করে ৪ জন মারা গেছেন।

এদিকে খুলনা বিভাগে মারা গেছেন ৪৩ জন। এর মধ্যে খুলনায় ৯ জন, কুষ্টিয়ায় ১০ জন, যশোরে ৮ জন, নড়াইলে ৪জন, মেহেরপুর ৪ জন, চুয়াডাঙ্গায় ৪ জন এবং ঝিনাইদহ, মাগুড়া ও বাগেরহাটের ৪ জন রয়েছেন।

ময়মনসিংহ বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এদিকে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১১ জন। এরমধ্যে সিলেটে ৬, মৌলভীবাজারে ৩, সুনামগঞ্জ ও হবিগঞ্জে দুইজন রয়েছে।

বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন। এর মধ্যে বরিশালের ১২, পটুয়াখালীর ২, বরগুনার ২ এবং ভোলা ও পিরোজপুরের ২ জন রয়েছেন।

রংপুর বিভাগে এই করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ে ৪, দিনাজপুরে ৩, রংপুর ২ ও নীলফামারীতে ২ জন এই ভাইরাসে মারা গেছেন।

চট্টগ্রামে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৫ জন। শনাক্ত হয়েছে ৯২৫ জন। এছাড়া ফরিদপুরে ১৭ ও টাঙ্গাইলে করোনা ও উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই

Back to top button