মেহেরপুর

মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

মেহেরপুর, ২০ জুলাই- মেহেরপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৪৯৫টি নমুনা পরীক্ষায় ওই সংখ্যাক করোনায় পজিটিভ শনাক্ত হয়, যা শতকরা ৩৩ শতাংশ। সর্বোচ্চ শনাক্তের দিনে করোনায় মারা গেছেন আরও ১১ জন। যা এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়,  এদিন শনাক্ত পজিটিভদের মধ্যে সদর উপজেলায় ৬৩ জন, গাংনীতে ৬৮ ও মুজিবনগর উপজেলায় ৩৩ জন। এ নিয়ে জেলায় বর্তমানে মোট পজিটিভ রোগীর সংখ্যা ৯০৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ২০৩ জন। নতুন ১১ জনসহ  এ পর্যন্ত ১০৩ জন মারা গেছেন।

হাসপাতাল সূত্র জানায়, গেল ২৪ ঘণ্টায় ১১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন গ্রামে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। হাসপাতালে ভর্তি না হওয়ায় এসব মৃত্যুর হিসাব সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, গ্রাম এলাকার অধিকাংশ রোগীই করোনাকে স্বাভাবিক ঠাণ্ডা-কাশি মনে করছে। স্বাস্থ্যবিধিও মানছে না। রোগীর অবস্থা যখন খুব খারাপ হয়ে যাচ্ছে তখন হাসপাতালে আনছেন। তিনি আক্রান্ত রোগীদের আতঙ্কিত না হয়ে শারীরিক জটিলতা দেখা মাত্রই হাসপাতালে ভর্তি হওয়ার আহ্বান জানান।

সূত্রঃ সমকাল

আর আই

Back to top button