রূপচর্চা

এই ঈদে করে ফেলুন আনকোরা ৫টি নতুন নেইল আর্ট (ভিডিও সংযুক্ত)

ফ্যাশন সচেতন নারীদের অন্যতম অনুষঙ্গ হল নেইলপলিশ। নানা রঙে নখকে রাঙাতে সব নারীরাই পছন্দ করেন। এক রাঙা নেইলপলিশের যুগ এখন আর নেই। কয়েকটি রঙের নেইলপলিশ দিয়ে নখের উপর নানারকম নকশা করা বেশ জনপ্রিয়, যা নেইল আর্ট নামে পরিচিত। পোশাকের রং, চুলের স্টাইল, মেকআপের সাথে মিলিয়ে নেইল আর্ট করা হয়। শুরু দিকে নেইল আর্ট শুধু পার্লারে করা হলেও এখন নারীরা নিজেরাই নিজেদের নখে নেইল আর্ট করে থাকেন। সময় পরিবর্তনের সাথে সাথে নেইল আর্টের ডিজাইনে পরিবর্তন এসেছে অনেক।

নেইল আর্ট পছন্দ করা তরুণীরা প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন খুঁজে থাকেন। এক সময় বেশ জনপ্রিয় ছিল অ্যানিম্যাল প্রিন্ট। এখন অ্যানিম্যাল প্রিন্টের প্রচলন না থাকলেও নেইল আর্টে জনপ্রিয়তা কমে নি। এই ঈদে নতুন কোন নেইল আর্ট করতে চাচ্ছেন? কিন্তু বুঝতে পারছেন না কী করবেন? তবে দেখে নিন এই ছোট ভিডিওটি।

অনেকে মনে করেন নেইল আর্ট করা বেশ কঠিন এবং সময় সাপেক্ষ। তবে এই নেইল আর্টগুলো করা বেশ সহজ। এবং এই নেইল আর্টগুলো করতে সময় খুব বেশি লাগে না। তাহলে দেখে নেওয়া যাক ছোট এই ভিডিওটি।

আরও পড়ুন ::

িএস সি

 

 

Back to top button