কুমিল্লা

কুমিল্লায় পরিবহন চাঁদাবাজ চক্রের ১১ সদস্য গ্রেফতার

কুমিল্লা, ২০ জুলাই – কুমিল্লায় পরিবহনে চাঁদাবাজি চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

সোমবার দুপুরে কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল, শাসনগাছা বাস টার্মিনাল ও বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় র‌্যাবের পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সমকালকে জানান,কুমিল্লার অধিকাংশ সড়ক-মহাসড়কে অনেকটা প্রকাশ্যেই ঘোষণা দিয়ে রসিদ ও টোকেনে পরিবহন থেকে চাঁদা আদায় করত কয়েকটি চক্র।এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের ১১টি ভুয়া রসিদ বইসহ মোট ১৯ হাজার ১৭০ টাকা জব্দ করা হয়।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, পরিবহন চাঁদাবাজমুক্ত করতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র : সমকাল
এন এইচ, ২০ জুলাই

Back to top button