কর্মহীন ও অসহায় ৫০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিলেন মেয়র আতিক
ঢাকা, ২০ জুলাই – রাজধানীর ৫শ জন কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
সোমবার (১৯ জুলাই) রাজধানীর ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এসব পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
মানবিক সহায়তা হিসেবে প্রতিটি পরিবারে দেওয়া এই ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ৫০০ মিলিলিটার সয়াবিন তেল এবং ১ কেজি করে লবণ।
এসময় ডিএনসিসি মেয়র আতিক বলেন, মানবিক সহায়তা হিসেবে কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বিদ্যমান করোনা পরিস্থিতিতে কাজ হারানো গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।
ডিএনসিসি মেয়র বর্তমান পরিস্থিতিতে সামর্থ্যবান সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান।
ত্রাণ বিতরণকালে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালেক মোল্লা, সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহিদা আক্তার শিলা এবং অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এএসএম শফিউল আজম উপস্থিত ছিলেন।
সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর
এম এউ, ২০ জুলাই