জাতীয়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে

ঢাকা, ১৯ জুলাই – আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানীসহ সারাদেশে চারদিন করোনা টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে সরকারঘোষিত তিন দিনের ঈদের ছুটি (২০, ২১ ও ২২ জুলাই) শুরু হচ্ছে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এর সঙ্গে যুক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ও করোনা টিকাদান কর্মসূচির সদস্য সচিব ডা. মো. শামসুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদের সরকারি ছুটির তিনদিন ও সেইসঙ্গে শুক্রবার ছুটির দিনসহ মোট চারদিন সারাদেশে টিকাদান বন্ধ থাকবে। শনিবার থেকে যথারীতি টিকাদান কর্মসূচি আবার শুরু হবে।

উল্লেখ্য, বর্তমানে দেশে কোভিশিল্ড, মর্ডানা, ফাইজার ও সিনোফার্মের টিকা প্রদান করা হচ্ছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ছাড়া সারাদেশে নিয়মিত টিকাদান কার্যক্রম চলছে।

তথ্যসূত্র: জাগো নিউজ
এস সি/ ১৯ জুলাই

Back to top button