অন্যান্য

টোকিও অলিম্পিকের উদ্বোধনী দিনই খেলবেন রোমান সানা

টোকিও, ১৯ জুলাই – জাপানের টোকিওতে আগামী ২৩ জুলাই শুরু হচ্ছে দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমস। উদ্বোধনী দিনেই নিশানাভেদে নামবেন দেশসেরা আরচার রোমান সানা। ২০১৯ সালের জুনে ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে রোমান সানা ঢুকে যান ইতিহাসের পাতায়।

গলফার সিদ্দিকুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার টিকিট কাটেন এই তীরন্দাজ। ইতোমধ্যে টোকিওতে পেঁছেছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

টোকিওর ইউমেনাস হিমাপার্ক আরচারি মাঠে রোমানের সঙ্গে নামবেন দিয়াও। রিকার্ভ পুরুষ ও রিকার্ভ নারী ব্যক্তিগত ইভেন্টে খেলার পর রোমান ও দিয়া জুটি গড়ে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে অংশ নেবেন। বাংলাদেশ সময় সকাল ১০টায় ছেলেদের ব্যক্তিগত ইভেন্টে র‌্যাংকিং রাউন্ডে অংশ নিবেন রোমান সানা।

৬৪ জনের সঙ্গে প্রতিযোগিতা করবেন তিনি। একই দিনে রিকার্ভ নারী একক ইভেন্টে খেলবেন দিয়া সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের লাল সবুজের পতাকা বহন করবেন সাঁতারু আরিফুল ইসলাম।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ১৯ জুলাই

Back to top button