সিলেট

সিলেটে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৮৬

সিলেট, ১৯ জুলাই – সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ৬ জন ও হবিগঞ্জের একজন রয়েছেন।

একই সময়ে নতুন করে আরও ৪৮৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৫ দশমিক ৮৪ শতাংশ।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘন্টায় সিলেট জেলায় ২২০ জন, সুনামগঞ্জে ৪১ জন, হবিগঞ্জে ৫৭ জন ও মৌলভীবাজারে ১০৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৬১ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়। এই সময় সিলেট জেলায় শনাক্তের হার ৩৭ দশমিক ৮৭ শতাংশ, সুনামগঞ্জ জেলায় ৪০ দশমিক ৫৯ শতাংশ, হবিগঞ্জ জেলায় ২২ দশমিক ৩৫ শতাংশ ও মৌলভীবাজার জেলায় ৪১ দশমিক ৪৭ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে মোট ৩৩ হাজার ৫২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৭৫১ জন। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তদের মধ্যে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৪৩ জন ভর্তি আছেন। এদের মধ্যে ৩০৭ জন নগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৫৭৮ জনের। এদের মধ্যে ৪৬৪ জনই সিলেট জেলার বাসিন্দা।

সূত্র : সমকাল
এন এইচ, ১৯ জুলাই

Back to top button