মেসির ভক্ত সার্জিও রামোস
স্পেনে লিওনেল মেসিকে থামানোর প্রধান দায়িত্ব ছিল সার্জিও রামোসের। রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের সম্পর্ক চুকিয়ে এখন তিনি চলে গেছেন ফ্রান্সে। পিএসজিতে নতুন চ্যালেঞ্জ। নতুন ক্লাবে গিয়েই মেসির জন্য মুগ্ধতা প্রকাশ করলেন এই সেন্টার ব্যাক।
লা লিগায় প্রায় দুই দশক ধরে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে থামানোর কাজ করেছেন রামোস। এখন আর সেই ভূমিকা খুব একটা পালন করতে হবে না তাকে। পিএসজির নতুন এই ডিফেন্ডার বললেন, বার্সেলোনা সুপারস্টার ‘মেসির ভূমিকা সবসময়ই আমার দলে থাকবে।’
মেসিকে সতীর্থ হিসেবে পাওয়ার ইচ্ছাও প্রকাশ করলেন স্প্যানিশ এই ডিফেন্ডার। বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এখন ফ্রি এজেন্ট ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। তার পিএসজিতে যাওয়ার গুঞ্জন এখনও থামেনি।
আর তাই মেসির সঙ্গে খেলার আশায় বুক বাঁধছেন রামোস, ‘আমি সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে পছন্দ করি। আর মেসি বিশ্বের অন্যতম সেরা। আমি সবসময় বলেছি যে আমার দলে মেসির ভূমিকা সবসময় থাকবে।’
রামোস আরেকজনে ভক্ত, যাকে আটকানোরও দায়িত্ব পালন করেছেন- নেইমার। চার বছর বার্সায় কাটানো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সামলাতে হয়েছে তাকে। এখন তিনি পার্ক দে প্রিন্সেসে সতীর্থ। সাবেক শত্রুর সঙ্গে সম্পর্ক গড়া কতটা চ্যালেঞ্জের হবে?
রামোস দিলেন জবাব, ‘সে বার্সায় ছিল এবং আমি ছিলাম রিয়াল মাদ্রিদে, তারপরও তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। প্রতিদ্বন্দ্বিতার ওই সময়ে আমরা সম্পর্ক গড়েছিলাম। মেসেজ দিয়ে দিয়ে সে আমাকে পিএসজিতে আসার জন্য উৎসাহিত করেছে।’
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৯ জুলাই