জাতীয়

জুলাইয়ের প্রথম ১৯ দিনে ৯১০ জনের ডেঙ্গু শনাক্ত

ঢাকা, ১৯ জুলাই- করোনার পাশাপাশি চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এই বছরের জুলাই মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চলতি মাসে যত রোগী পাওয়া গেছে তার সংখ্যা পুরো বছরের চেয়ে বেশি। জুলাইয়ে এখন পর্যন্ত প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৯১০ জন। এদের ৯৯ শতাংশই ঢাকায়। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জন শনাক্ত হয়েছে, যার মধ্যে ৭৪ জনই ঢাকার।

সোমবার (১৯ জুলাই)  স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৪০৩ জন রোগী ভর্তি। এর মধ্যে ঢাকাতেই আছে  ৩৯৮ জন , আর বাকি ৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত ১ হাজার ২৮২ জন রোগী ভর্তি হয়েছেন, ছাড়া পেয়েছেন ৮৭৭ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সূত্রঃ বাংলা ট্রিবিউন

আর আই

Back to top button