ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৭১
ঠাকুরগাঁও, ১৯ জুলাই- ঠাকুরগাঁও জেলায় কোনওভাবেই কমছে না করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিনই আসছে করোনায় মৃত্যু ও আক্রান্তের খবর।
আজ সোমবার সিভিল সার্জনের প্রকাশিত তথ্যে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাণীশংকৈলে ৬৫ বছর বয়সী একজন নারী, বালিয়াডাঙ্গীতে ৪১ বছর ও পীরগঞ্জে ৬৫ বছর বয়সী দুই পুরুষ। এ নিয়ে জেলায় করোনায় এ পর্যন্ত মোট ১৩৩ জনের মৃত্যু হলো।
এছাড়া ২৬৫ জনের নমুনা পরীক্ষা পর জেলায় নতুন করে আরও ৭১ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪৯ জন, পীরগঞ্জে ১২ জন, রাণীশংকৈলে ৪ জন, বালিয়াডাঙ্গীতে ৩ জন ও হরিপুরে ৩ জন।
এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৫ হাজার ২০৭ জন, আক্রান্তের আনুপাতিক হার ২৬ দশমিক ৭৯ ভাগ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪ জন, এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা ৩ হাজার ৫৭১ জন।
সূত্রঃ একুশে
আর আই