রংপুর

১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা রসিক মেয়রের

রংপুর, ১৯ জুলাই- রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ১১৭টি স্থান নির্ধারণ করা হয়েছে। সাড়ে ৪শ’ পরিচ্ছন্নতাকর্মী ৩টি জোনে বিভক্ত হয়ে ৩৩টি ওয়ার্ডে দ্রুত বর্জ্য অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করবে। সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ১২ ঘণ্টার মধ্যে নগরীর বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছেন।

রসিক মেয়র বলেন, পবিত্র ঈদুল আজহার সময় যে বর্জ্য হবে তা আমরা সঠিক সময়, সঠিক জায়গায় ডাম্পিং করতে চাই। নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ডাস্টবিন দেয়া আছে, সেখানে কোরবানির বর্জ্য ডাম্প করবেন। আমরা আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় ১২ ঘণ্টার মধ্যে নগরীর পরিচ্ছন্নতার কাজ সমাপ্ত করবো। আপনারা কেউ শ্যামা সুন্দরী খাল, কেডি ক্যানাল এবং নগরীর ড্রেনগুলোতে কুরবানির পশুর বর্জ্য নিক্ষেপ করবেন না। পরিবেশ বিনষ্ট করবেন না।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই

Back to top button