ঢাকা

দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস ‘লিকেজ’ থেকে লাগা আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

ঢাকা, ১৯ জুলাই – রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল রোজা (৩) নামে একটি শিশু। রোববার (১৮ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন।

তিনি বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে রোজা নামে শিশুটির শরীরে ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় গত রাত সাড়ে ১২টার দিকে সে মারা যায়। ওই ঘটনায় দগ্ধ আরও তিনজন চিকিৎসাধীন। আর একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/১৯ জুলাই ২০২১

Back to top button