ইউরোপ

ইংল্যান্ডে লকডাউন শিথিল করা হচ্ছে

লন্ডন, ১৯ জুলাই – করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় যুক্তরাজ্যে সোমবার থেকে লকডাউন শিথিল করা হচ্ছে। দেশটির শতকরা ৭০ শতাংশ জনগণকে এরইমধ্যে ভ্যাকসিনের একটি ডোজ দেওয়া হয়েছে।

ইংল্যান্ডে পুনরায় খুলে দেয়া হচ্ছে নাইটক্লাব, মদের দোকান, রেস্টুরেন্ট। জনসমাবেশেও থাকছে না কোন ধরণের বাধা। তবে এসব কিছুর পরেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

যুক্তরাজ্যে ৬৮ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষকে দুই ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। এতে করে হাসপাতালে ভর্তি, তীব্র অসুস্থতা এবং মৃত্যুহার অনেকটা কমে গেছে।

রোববার টুইটারে একটি ভিডিও পোস্টে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘লকডাউন থেকে বেরিয়ে আসার এটাই সঠিক সময়। তিনি বলেন, এখন যদি আমরা এ সিদ্ধান্ত না নিতে পারি তাহলে আমাদের নিজেদের কাছে প্রশ্ন করতে হবে যে, কখনো কী আমরা লকডাউন তুলে নিতে পারবো? ’

এদিকে গেলো এক সপ্তাহে ৪৪ শতাংশ বেড়েছে করোনার সংক্রমণ। গেলো সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৩ হাজার ৬৪৭ জন। এর মধ্যে গেলো শনিবার আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৬৭৪ জন যা জানুয়ারি থেকে সর্বোচ্চ।

তথ্যসূত্র: কালের কন্ঠ
এস সি/১৯ জুলাই

Back to top button