রূপচর্চা

ব্রণ কমলেও মুখে গর্ত, দাগ? ঘরে থাকা সাধারণ এই জিনিসটি মেখে দেখুন

ব্রণ থেকে মুক্তি পেলেও কি শান্তি আছে? ব্রণ কমলেও মুখে ছোট ছোট গর্ত থেকেই যায়। বেসন বাটা, অলিভ অয়েল, খড়িমাটি, নানারকম ক্রিম— হাতের কাছে যাই পাওয়া যায়, অনেকই সেসব মেখে দেখেন। কিন্তু কাজের কাজ অনেক সময়েই হয়না।

কিন্তু এমন একটি সহজ উপায় আছে, যা সহজেই আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আর যে উপাদানটি দিয়ে এই কাজটি করা যায়, সেটাও সবসময় হাতের কাছেই থাকে। শুনলে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু বেকিং সোডা এবং জল দিয়েই আপনার মুখের ত্বকের উপরে তৈরি হওয়া গর্ত থেকে মুক্তি পেতে পারেন। বেকিং সোডার সঙ্গে ভাল করে জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। সাবান অথবা ফেস ওয়াশ দিয়ে মুখটা ভাল করে ধুয়ে নিন। মুখটা ভাল করে মুছে শুকনো করে নিন। এরপরে বেকিং সোডার পেস্টিট ভাল করে মুখে মাখুন। কিন্তু বেশি জোরে মুখ ঘষবেন না। এবারে জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন।
ব্যস এবারে ফারাকটা দেখুন। সামান্য বেকিং সোডা কতটা কাজের, নিজের মুখ দেখেই তার প্রমাণ পেয়ে যাবেন।

এস সি

Back to top button