আইন-আদালত

করোনায় বিচার বিভাগে আক্রান্ত ৩০৮

ঢাকা, ১৯ জুলাই – দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে গত ১৭ জুলাই পর্যন্ত বিচার বিভাগের ৩০৮ জন কর্মচারী আক্রান্ত ও একজনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৮ জুলাই) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমানের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ১৭ জুলাই পর্যন্ত সারাদেশে বিচার বিভাগের ৩০৮ জন কর্মচারী আক্রান্ত হয়েছেন এবং একজন মারা গেছেন। তবে আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ২৫০ জন সুস্থ হয়েছেন। বাকি ৫৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, এরই মধ্যে দেশের বিচার বিভাগে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পাশাপাশি এ বিষয়টি তদারকি করছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ১৯ জুলাই

Back to top button