ক্রিকেট

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার শ্রীলংকার

কলম্বো, ১৯ জুলাই-  ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে হেরে গেলো শ্রীলংকা জাতীয় দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ৭ উইকেটে হেরে যায় স্বাগতিকরা।

রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৬২ রান করে শ্রীলংকা।

টার্গেট তাড়া করতে নেমে ৫.৩ ওভারে দলীয় ৫৮ রানে ফেরেন পৃথ্বি শ্ব। এরপর অভিষিক্ত ইশান কৃশানকে সঙ্গে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন অন্য ওপেনার শিখর ধাওয়ান। দলীয় ১৪৩ রানে ফেরেন ইশান। তার আগে ৪২ বলে ৮টি চার ও দুই ছক্কায় করেন ৫৯ রান।

এরপর তৃতীয় উইকেট জুটিতে মনশ পান্ডিয়ার সঙ্গে ৭২ রানের জুটি গড়েন শিখর ধাওয়ান। ৪০ বলে ২৬ রান করে ফেরেন পান্ডিয়া।

পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা সুরাইয়া কুমার যাদবকে সঙ্গে নিয়ে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্ধরে পৌঁছে দেন শিখর ধাওয়ান। দলের জয়ে ৯৫ বলে ৬টি চার ও এক ছক্কায় অপরাজিত ৮৬ রান করেন ধাওয়ান। ২০ বলে অপরাজিত ৩১ রান করেন সুরাইয়া কুমার।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে যায় শ্রীলংকা। ব্যাটিং বিপর্যয়ের দিনে বোলার চামিকা করুনারত্নের ক্যারিয়ার সেরা ৪৩ রানের ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬২ রান করে শ্রীলংকা।

ভারতীয় পেসার দিপক চাহার আর দুই লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলংকা। ইনিংসের শেষ দিকে ৩৫ বলে দুই ছক্কা আর এক চারে অপরাজিত ৪৩ রান করে দলকে সম্মানজনক পজিশনে নিয়ে যান চামিকা করুনারত্নে।

এক উইকেটে ৮৫ রান করা দলটি এরপর ৩২ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট। এরপর অধিনায়ক দাসুন শানাকাকে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন চারিথ আসালঙ্কা। দলীয় ১৬৬ রানে ফেরেন আসালঙ্কা। ৭ বলে ৮ রান করে ফেরেন ওয়ানেন্দু হাসারঙ্গা। দুইশ পার করে আউট হয়ে ফেরেন দাসুন শানাকা। তার আগে করেন ৫০ বলে ৩৯ রান।

ব্যাটসম্যানদের এই করুণ আত্মসমর্পণের দিনে বোলার হয়েও ব্যাটিংয়ে হাল ধরেন চামিকা করুনারত্নে। তার অপরাজিত ৩৫ বলের ক্যারিয়ার সেরা ৪৩ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ২৬২ রান করতে সক্ষম হয় শ্রীলংকা।

সূত্রঃ GONE NEWS 24

আর আই

Back to top button