সংগীত
লাইফ সাপোর্টে গণসংগীতশিল্পী ফকির আলমগীর
ঢাকা, ১৯ জুলাই- করোনাভাইরাসে আক্রান্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছে। রোববার (১৮ জুলাই) রাতে চিকিৎসকের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব গণমাধ্যমকে জানান, বাবার অক্সিজেন স্যাচুরেশন ৪৫ এ নেমে আসলে চিকিৎসকেরা তাকে ভেন্টিলেশন নেওয়ার পরামর্শ দেন। ভেন্টিলেশনে নেওয়ার পর থেকে ফকির আলমগীরের অক্সিজেন স্যাচুরেশন ৯০–এ উন্নীত হয়েছে। সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন মাশুক।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড ইউনিটে ভর্তির পরপরই গণসংগীতশিল্পী ফকির আলমগীরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
সূত্রঃ আরটিভি
আর আই