ব্যবসা

পশুর চামড়া বিষয়ক তথ্য জানাতে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল সেল

ঢাকা, ১৮ জুলাই – কোরবানির চামড়া সংক্রান্ত যেকোনো সমস্যায় পরামর্শ দিতে একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে ৪ সদস্যের সেল গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সিনিয়র তথ্য কর্মকর্তা মো.আব্দুল লতিফ বকসী এ তথ্য জানিয়েছেন।

রোববার (১৮ জুলাই) তিনি বলেন, কোরবানির চামড়া সংগ্রহ,সংরক্ষণ ও ন্যায্যদাম নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ‘জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করবো আমরা’-এ শ্লােগানকে সামনে রেখে পবিত্র ঈদুল আজহায় কোরবানির প্রাণীর চামড়া সংগ্রহ, নিরাপদ সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ে ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।

সূত্র জানায়, চামড়া দেশের অন্যতম জাতীয় সম্পদ। এক সময় চামড়া ছিল আমাদের অন্যতম রপ্তানি পণ্য। সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে বর্তমান সরকার ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। চামড়া শিল্পকে একটি টেকসই ভিত্তির উপর দাঁড় করাতে বিশ্বব্যাংকের সহায়তায় বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। চামড়া ও চামড়াজাত পণ্য ও ফুটওয়্যারসহ অন্যান্য খাতের রপ্তানি বাড়াতে এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে)’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নের কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়।

সূত্র জানায়, প্রকল্পের কাজ শুরু হয়েছে ২০১৭ সালে। ছয় বছর মেয়াদি এ প্রকল্পে ব্যয় হবে ৯৪১ কোটি টাকা। চামড়াজাত পণ্য রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালকে ‘প্রডাক্ট অফ দ্য ইয়ার’ ঘোষণা করেছেন। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের চামড়া শিল্পকে একটি শক্তিশালী অবস্থানে নেওয়ার জন্য কাজ চলছে। চামড়া শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, কর্মীদের দক্ষ করে গড়ে তোলা এবং পণ্যের অত্যাধুনিক ডিজাইন তৈরি করার জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ খাতের সংশ্লিষ্টদের প্রশিক্ষণের আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের ইসিফোরজে প্রকল্প।

কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ পরিবহন এবং ক্রয়-বিক্রয় সংক্রান্ত সাপ্লাই চেইনে যাতে কোন ধরনের সমস্যা না হয়, সেজন্য বাণিজ্য মন্ত্রণালয়সহ সারা দেশের প্রশাসন কাজ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয়েছে বিশেষ মনিটরিং সেল। লবণযুক্ত চামড়া সংরক্ষণ, পরিবহন এবং ক্রয়-বিক্রয়, সব বিষয় তদারকির জন্য প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করবে। সেলের প্রধান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মালেকা খায়রুন্নেছা (প্রশাসন) মোবাইল- ০১৭১১০০৫৬৪৬ সদস্যরা হলেন- উপসচিব মো.আমিনুল ইসলাম (রপ্তানি-৭) মোবাইল-০১৭১৬৪৬২৪৮৪, উপসচিব মো. সেলিম (এফটিএ) মোবাইল ০১৭১৩৪২৫৫৯৩), বাণিজ্য পরামর্শক মো. জিয়াউর রহমান,মোবাইল ০১৭১২১৬৮৯১৭। যেকোনো সমস্যায় ফোন করলেই সেল থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র: রাইজিংবিডি
এম ইউ/১৮ জুলাই ২০২১

Back to top button