জাতীয়

ঈদের ছুটিতেও খোলা কাস্টম হাউস-শুল্ক স্টেশন

ঢাকা, ১৮ জুলাই – ঈদের ছুটিতে দেশের কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে। এর ফলে ঈদুল আজহার বন্ধের সময়ে আমদানি-রফতানি কার্যক্রম চালানো যাবে। আগামী বুধবার ঈদ উল আজহা। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঈদের ছুটি। অর্থাৎ এই তিন দিন আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনা করা যাবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোকে সীমিত আকারে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এনবিআরের চিঠিতে বলা হয়েছে, দেশের আমদানি-রফতানি কার্যক্রমে গতি আনা ও বাণিজ্যবান্ধব রাজস্ব পরিবেশ নিশ্চিত করতে ঈদের ছুটির মধ্যে অফিসগুলো খোলা রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।

গত ৩০ জুন পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ ঈদের ছুটিতে কাস্টমস হাউস ও শুল্কস্টেশন খোলার অনুরোধ করে এনবিআরকে চিঠি পাঠায়। বিজিএমইএ-এর অনুরোধের প্রেক্ষিতে এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, দেশের চট্টগ্রাম বন্দর দিয়েই সিংহভাগ আমদানি রফতানি হয়। এরপরেই বেনাপোল কাস্টমস হাউস দিয়ে বেশি আমদানি-রফতানি কার্যক্রম হয়। ঈদের বন্ধের সময় এই দুটি কাস্টমস হাউসের পাশাপাশি ঢাকা, মোংলা, কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টমসও খোলা থাকবে।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/১৮ জুলাই ২০২১

Back to top button