ঝিনাইদহ
ঝিনাইদহে নতুন করে ৮৭ করোনা রোগী শনাক্ত,মৃত্যু ৩
ঝিনাইদহ, ১৮ জুলাই- ঝিনাইদহের মহেশপুর ভারত সীমান্তবর্তী উপজেলা হওয়া সত্ত্বেও কমেছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। তবে বেড়েছে সুস্থতা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় একজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৩১২টি নমুনার ফলাফলের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭ জন। আক্রান্তের হার ২৭.২৮ ভাগ। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জনসহ ৩ হাজার ৬৩৬ জন সুস্থ হয়েছেন।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, বর্তমানে সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫৭ জন ও আইসোলেশনসহ ১১৭ রোগী ভর্তি রয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি অনেক রোগীদের শারীরক অবস্থা ভালো রয়েছে।
সূত্রঃ বিডি প্রতিদিন
আর আই