ক্রিকেট

ব্রেন্ডন টেলরকে ফিফটি করতে দিলেন না শরিফুল ইসলাম

হারারে, ১৮ জুলাই – ফিফটি থেকে চার রান দূরে থাকতে শরিফুল ইসলামের বলে হিট উইকেট হয়ে সাজঘরে ফিরেছেন ব্রেন্ডন টেলর। জিম্বাবুয়েন অধিনায়কের ৫৭ বলে ৪৬ রানের ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ১ ছয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে ৪ উইকেটে ১২৫ রান করেছে জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে আছেন ডিয়ন মায়ার্স (২২) ও ওয়েসলি মাধেভেরে (৭)।

এর আগে দলীয় ৩৩ রানে ২ উইকেট হারানোর পর উইকেটরক্ষক রেগিস চাকাবা ও টেলরের ব্যাটে ভালোভাবে এগিয়ে যাচ্ছিল জিম্বাবুয়ে।

ভয়ঙ্কর হয়ে ওঠার আগে তাদের এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। চাকাবাকে (২৬) বোল্ড করে সাজঘরে ফেরান দেশসেরা অলরাউন্ডার।

জিম্বাবুয়ের ইনিংসের শুরুতেই আঘাত হানেন তাসকিন আহমেদ। ইনিংস ও নিজের প্রথম ওভারের শেষ বলে ওপেনার টিনাশে কামুনহুকামউই (১) সাজঘরে ফেরান এই পেসার।

এরপর নিজের প্রথম ওভার করতে এসে ওপেনার তাদিওয়ানাশে মারুমানিকে (১৩) সরাসরি বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ।

রবিবার হারারেতে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।

সূত্র : দেশরুপান্তর
এন এইচ, ১৮ জুলাই

Back to top button