এশিয়া

থাইল্যান্ডে বাড়লো বিধিনিষেধ

ব্যাংকক, ১৮ জুলাই – থাইল্যান্ডে টানা তিনদিনের মত করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটিতে বিধিনিষেধ আরো বাড়ানো হয়েছে। এর আওতায় নতুন করে তিনটি প্রদেশে রাত্রীকালীন কারফিউ এবং ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে আগে থেকেই বিধিনিষেধ চালু রয়েছে।

রোববার সকালে জানানো হয়, চনবুড়ি, আয়ুথায়া এবং চাচোয়েংসাও প্রদেশে বসবাসরত নাগরিকরা মঙ্গলবার থেকে প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে যেতে পারবেন না। সেই সাথে রাত রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

করোনার ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় শুক্রবার সমগ্র থাইল্যান্ডে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। যারা নিয়ম ভঙ্গ করবে তাদেরকে দুই বছরের জেল অথবা ৪০ হাজার থাই বাথ জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার কথা বলা হয়েছে।

করোনার এমন পরিস্থিতিতে থাইল্যান্ডের হাসপাতালগুলো সেবা দিতে হিমশিম খাচ্ছে। এদিকে সরবরাহ কম থাকায় থাইল্যান্ডে মাত্র ৫ শতাংশ মানুষকে দুই ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

রবিবার থাইল্যান্ডে ১১ হাজার ৩৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১০১ জন। এ নিয়ে থাইল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৩৮৬ এবং মারা গেছেন ৩ হাজার ৩৪১ জন।

সূত্র: সমকাল
এম ইউ/১৮ জুলাই ২০২১

Back to top button