বগুড়া

বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু

বগুড়া, ১৮ জুলাই- বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ১২ জন। শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। রবিবার অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

করোনায় মারা যাওয়া ৭ জন হলেন- কাহালুর ফাতেমা (৫৫), সদরের ইজাজুল (৬৮), লতিফপুর এলাকার আজিজুল (৮২), সদরের আনোয়ার (৬৮), সদরের রাজিয়া (৬০), সারিয়াকান্দির নূর জাহান (৬১) এবং সদরের সাহেরা (৪০)। এছাড়া বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনা উপসর্গে আরো ১২ জন মারা গেছেন।

ডা. তুহিন জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৬১৫টি নমুনা পরীক্ষায় ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১ দশমিক ৭০ শতাংশ। তাদের মধ্যে সদরের ১৩০, শাজাহানপুরের ১৯, শেরপুরের ১৮, কাহালুর ৬, নন্দীগ্রামে ৪, সোনাতলায় ৩, শিবগঞ্জে ৩,  দুপচাঁচিয়ায় ৩, ধুনটে ৩, গাবতলীতে ৩, সারিয়াকান্দিতে ২ এবং আদমদীঘিতে একজন। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১২৬জন।

তিনি জানান, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমন মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১০৭ জন, জিন এক্সপার্ট মেশিনে ১৭ নমুনায় ১৩ এবং অ্যান্টিজেন পরীক্ষায় ২৮০ নমুনায় ৫৯ জন করোনায় শনাক্ত হয়েছেন। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৩৬ নমুনায় ১৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

ডা. তুহিন জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪৩৯ জন এবং ৫০৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২ হাজার ১৩১ জন চিকিৎসাধীন।

সূত্রঃ কালের কণ্ঠ

আর আই

Back to top button