সম্পর্ক

ভেঙ্গে যাওয়া প্রেম থেকে শিক্ষা নিন

প্রেম ভেঙ্গে যাওয়া মানেই সব শেষ হয়ে যাওয়া নয়, ভেঙ্গে যাওয়া প্রেম থেকেও আপনি নিতে পারেন শিক্ষা। আর সেই শিক্ষাকেই কাজে লাগিয়ে সামনে পথ চলতে পারেন।

যার সঙ্গে সম্পর্কটা ভেঙ্গে গেছে, তার সাথে কী কী অসঙ্গতি ছিল, তা খুঁজে বের করুন। আর পরবর্তীতে কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে বিষয়গুলো খেয়াল করুন তার মাঝেও আছে কি না। সেটা হোক প্রেম বা বিয়ে।

*প্রাক্তণকে পরবর্তী জীবনের সাথে জড়িয়ে ফেলবেন না। বর্তমান নিয়েই সুখী থাকুন। পুরাতন আর নতুনের মাঝে সঙ্গতি-অসঙ্গতিকে খোঁজার চেষ্টা করবেন না।

*আবেগকে সংযত রাখুন। জীবন থেকে কেউ চলে যাবার সাথে সাথে জীবনের সৌন্দর্যকে হারাবেন না।

*হারানো মানুষটির কথা ভেবে ভেবে নিজের জীবনের মূল্যবান সময়কে হারাবেননা। সময় কাজে লাগান।

আরও পড়ুন: যেসব লক্ষণগুলো দেখলে বুঝবেন সম্পর্কে দূরত্ব বাড়ছে

*বই পড়ুন, জীমে যান, জীবনের উপলব্ধি ক্ষমতাকে বাড়ান। আপনাকে ‍দিয়ে আরও কি কি সম্ভব তা খুঁজে বের করুন।

*বন্ধুদের আড্ডা থেকে নিজেকে হারাবেননা। আগের মতোই তা চালিয়ে যান।

*শুধু হারিয়ে ফেলা মানুষটির অসঙ্গতিই খুঁজবেন তা নয়। নিজের মাঝেও কি কি অসঙ্গতি ছিল তা খুঁজে বের করে নিজেকে শুধরান।

*রাগ, জেদ, অভিমানকে নিয়ন্ত্রণে রাখুন। তাহলে যেকোন জায়গাতে নিজেকে মানিয়ে নিতে পারবেন।

*সর্বোপরি ভালো থাকুন। জীবনের সৌন্দর্যকে উপভোগ করুন।

এম এন / ২২ অক্টোবর

Back to top button