জাতীয়

দেশে একদিনে ২ লাখের বেশি মানুষ ভ্যাকসিন নিলেন

ঢাকা, ১৮ জুলাই- দেশে শনিবার করোনা ভ্যাকসিন কর্মসূচির আওতায় আরও দুই লাখ ২১ হাজার দু’জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। আর এ পর্যন্ত সারাদেশে ভ্যাকসিন দেওয়া হয়েছে চার কোটি ২৯ লাখ ৭০৫ ডোজ।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। আর  দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৭ হাজার ৪০৮ জন। আর শুধু শনিবার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৭০ জনকে।

পাশাপাশি ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ৩৩১ জনকে আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৪৯ হাজার ৩১২ জনকে।

এছাড়া ৭ লাখ ৮৩ হাজার ৩৪৬ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৩১ হাজার ৭৯৭ জনকে।

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ১ লাখ ৬০ হাজার ৪৫৯ ডোজ, আর শনিবার দেওয়া হয়েছে ৪৭ হাজার ৮৮৮ ডোজ।

তাছাড়া টিকার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ১ কোটি ৬ লাখ ১ হাজার ৩৩৪ জন।

সূত্রঃ চ্যানেল আই

আর আই

Back to top button